প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং, বাধ্যতামূলক মাস্ক, সুরক্ষাবিধি মেনেই কলকাতা পুরসভায় আসছেন কর্মীরা
Continues below advertisement
আজ থেকে কলকাতা পুরসভায় ১০০ শতাংশ কর্মীর হাজিরার নির্দেশ। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কর্মীরা। পুরসভায় ঢোকার আগে হচ্ছে থার্মাল স্ক্রিনিং। সবার মুখেই দেখা যাচ্ছে মাস্ক। কিন্তু পুরসভার কাজকর্ম? সাধারণের দাবি, কর্মীরা বলছেন হাজিরার সার্কুলার রয়েছে কিন্তু কাজের সার্কুলার নেই। আজ থেকে কলকাতা পুরসভায় একশো শতাংশ উপস্থিতির নির্দেশ। সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেন পুর কর্মীরা। তাঁদের একাংশের অভিযোগ, বাসের সংখ্যা কম হওয়ায় আসতে সমস্যা হয়। সেই কারণে সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হয়নি বলে দাবি। কলকাতা পুরসভায় ঢোকার আগে প্রত্যেককে স্যানিটাইজার দেওয়া হয়। সতর্কতা অবলম্বনে সর্বক্ষণ মাস্ক পরা ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখার নির্দেশ পুর কর্তৃপক্ষের।
Continues below advertisement