আনলক ওয়ান: শপিং মলে থার্মাল স্ক্রিনিং, সুরক্ষা বিধি মেনেই খাবার পরিবেশেন হোটেল- রেস্তোরাঁয়
Continues below advertisement
ধর্মীয় স্থান, অফিসের মতো রাজ্যে আজ থেকে খুলে যাচ্ছে হোটেল ও রেস্তোরাঁ। খুলল শপিং মলও। জীবাণুমুক্ত করার পর তবেই খোলা হয় শপিং মল। মলে ঢোকার আগে গাড়িগুলিকে স্যানিটাইজ করা হয়। মলে ঢোকার আগে হচ্ছে থার্মাল স্ক্রিনিংও। তবে সদর স্ট্রিটে হোটেল খুললেও সেখানে চলছে জীবাণুমুক্ত করার কাজ। অন্যদিকে পার্ক স্ট্রিটে খুলে গেছে রেস্তোরাঁ। সুরক্ষা বিধি মেনেই শুরু হয়েছে খাবার পরিবেশনের করার কাজ।
Continues below advertisement