ফের শোকস্তব্ধ বলিউড, ৮১ বছর বয়সে প্রয়াত অভিনেতা জগদীপ
Continues below advertisement
প্রখ্যাত অভিনেতা জগদীপের জীবনাবসান। বয়স হয়েছিল ৮১ বছর। সূত্রের দাবি, ক্যানসারে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। আজ রাত সাড়ে ৮টার সময় মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোলে ছবিতে সুরমা ভোপালির চরিত্রে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। ১৯৫১ সালে শিশুশিল্পী হিসেবে বলদেব রাজ চোপড়ার অফসানা ছবিতে প্রথম অভিনয়। বিমল রায় পরিচালিত ‘দো বিঘা জমিন, গুরু দত্তের আর-পারের মতো ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি। কাজ করেছেন ৪০০টি ছবিতে। সুরমা ভোপালি নামে একটি ছবিতে পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি।
Continues below advertisement
Tags :
Jagdeep Death Bollywood Actor Death ABP News Live Bengali Surma Bhopali Jagdeep ABP Ananda LIVE Sholay Abp Ananda