WB Election Results 2021: ‘‌পুনর্গণনার অনুমতি দিলে প্রাণ সংশয়’‌, মোবাইলে SMS পড়লেন মমতা, কটাক্ষ দিলীপের

Continues below advertisement

আবারও ২০০ পার করে বাংলায় সরকার গড়তে চলেছে তৃণমূল (TMC)। যদিও নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার যা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।  তিনি বলেন, "একজন RO বলছেন, আমি যদি রিকাউন্টিংয়ের অর্ডার দিই, তাহলে আমার ডেথ অ্যান্ড লাইফ থ্রেট রয়েছে। তাহলে বুঝতে পারছেন কী হয়েছে!! সব জায়গায় এক ফল, আর একটা জায়গায় হঠাত্ ৮ হাজার থেকে ভোট নেমে হয়ে গেল জিরো। ৪ ঘণ্টা সার্ভার ডাউন করে রেখেছিল, তারপর ৪০ মিনিট লোডশেডিং। মেশিন পাল্টেছে। অনেককিছু করেছে। RO-র কী সাংঘাতিক কথা দেখেছেন, পয়েন্ট অফ গান থ্রেটের কথা বলছে। বলছে লাইফ থ্রেট আছে বলে কথা বলতে পারছি না!! হোয়াট ইস দিস" এরপরেই মোবাইলের এসএমএস দেখান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনওভাবে ওখানে জিততে চাইছিলেন। কিন্তু ওখানকার মানুষ ওঁকে জেতাতে চাননি। রেজাল্টই তার প্রমাণ। কিন্তু এখনও তিনি সেই পরাজয়কে স্বীকার করে নিতে পারছেন না। যদিও এটা বাস্তব।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram