‘গল্পের বই পড়ি বলে মা বকে’, মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হয়ে খুশিতে আত্মহারা দেবস্মিতা

Continues below advertisement

WBBSE Result 2020: করোনা আবহে মাধ্যমিকের ফলপ্রকাশ। ১৩৯ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবার ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১২.৭২ শতাংশ বেশি। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬৭০ জন বেশি। সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। তার পরে স্থান পশ্চিম মেদিনীপুর ও কলকাতার। তার পরে স্থান দুই ২৪ পরগনার। কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পাসের হার ৯২.১৬ শতাংশ। রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট বিলি।  প্রথম স্থানে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট wb10.abplive.com-এ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram