বৃষ্টি থামতেই নামল পারদ, আগামী দু’দিন রাজ্যে শৈত্যপ্রবাহ

Continues below advertisement
কনকনে শীতে বর্ষ বিদায়। বৃষ্টিতে বর্ষবরণ। আগামী দু’দিন রাজ্যে শৈত্যপ্রবাহ ও শীতল দিন। মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। ১ থেকে ৩ জানুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এদিকে, কলকাতায় আজ এ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এর আগে, ২০ ডিসেম্বর পারদ নেমেছিল ১১ দশমিক ৬ ডিগ্রিতে। ঘন কুয়াশার সতর্কতা বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে শিলাবৃষ্টি। সিকিম ও দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৯টি জেলা ও উত্তরবঙ্গের ৪ জেলায় শীতল দিনের সতর্কতা। রাতে শৈত্যপ্রবাহ দক্ষিণের ১২ ও উত্তরের ৭ জেলায়। আজ শীতল দিনের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। আজ রাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকাল শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram