নাগরিকত্ব সংশোধনীর প্রতিবাদ: 'বিশৃঙ্খলা ঘটালে বিজেপির হাত শক্ত হবে', মন্তব্য ফিরহাদের, ‘আগুন জ্বালানোই ওদের কাজ’, বিজেপিকে তোপ মহুয়ার, 'মানুষের ক্ষোভ সবসময় নিয়ন্ত্রণ করা য়ায় না', মত পার্থর

Continues below advertisement

এইভাবে ভাঙচুর, বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাতে বিজেপির হাত শক্ত হবে। এটা কোনও সমাধানের পথ নয়। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

বিজেপি যখন থেকে ক্ষমতায় এসেছে দেশের এইরকম অবস্থা হয়েছে। আগুন জ্বালানোই ওদের কাজ। মন্তব্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।

আমরা বাংলায় এনআরসি কিংবা সিএবি কোনওটাই চালু হতে দেব না। কিন্তু প্রতিবাদ জানাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর দাবি মানুষের ক্ষোভ সবসময় নিয়ন্ত্রণ করা য়ায় না। তবে প্রশাসন সতর্ক আছে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram