কালীঘাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত মহিলার মৃত্যু এসএসকেএম হাসপাতালে

Continues below advertisement
সাতসকালে কালীঘাট ট্রামডিপোর সামনে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু। সকাল ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। মৃতের নাম শুভলক্ষ্মী বন্দ্যোপাধ্যায়। পরিবারের দাবি, বছর একচল্লিশের ওই স্কুল শিক্ষিকা পুজোর ফুল কিনতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেইসময় বেপরোয়া গতিতে সিগনাল ভেঙে এগিয়ে যাওয়া গাড়িটি তাঁকে ধাক্কা মারে। প্রথমে ওই শিক্ষিকা গাড়ির বনেটের ওপর উঠে যান, সেখান থেকে ছিটকে রাস্তায় পড়েন। তখন গাড়িটি তাঁকে দ্বিতীয়বার ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর রাসবিহারী মোড়ের কাছে পুলিশ গাড়িটিকে আটকানোর চেষ্টা করায়, চালক গতি বাড়িয়ে পালানোর সময় আরেকটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল শিক্ষিকাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram