NIA Arrest: কাদের সাহায্য়ে, কত ভুয়ো পরিচয়পত্র পৌঁছেছে সন্ত্রাসবাদীদের হাতে? উত্তর খুঁজছে এনআইএ

Continues below advertisement

Bengaluru Cafe Incident: ১ মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণ(Bengaluru cafe blast), বাংলায়(west bengal) কোথায় কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা? ১০ মার্চ কলকাতায়(kolkata), ২৪ মার্চ কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা? দিঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে পুরুলিয়া-রুট ম্যাপে একাধিক 'মিসিং লিঙ্ক'। ২৮ মার্চ দিঘাগামী বাসে ওঠার পরেও ১১ এপ্রিলের মধ্যরাতে গ্রেফতার। মাঝের প্রায় ১৪ দিন কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা? আধার কার্ডে এত কড়াকড়ি, তাও কীভাবে জঙ্গি-হাতে রাশি রাশি সিম কার্ড? ধৃত ২ সন্দেহভাজন জঙ্গির হাতে কীভাবে এল ৩৫টি সিম কার্ড? একের পর এক ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নেপথ্যে কোন মডিউল? কাদের সাহায্যে বাংলা জুড়ে সন্দেহভাজন জঙ্গিদের অবাধ বিচারণ? ১ মাস ধরে বাংলা জুড়ে আত্মগোপন, কিছুই জানতে পারল না পুলিশ? বিস্ফোরণের ১১দিন পরে চেন্নাই থেকে ট্রেনে কলকাতায় আসে জঙ্গিরা: সূত্র । ধৃতদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের ঠিকানা । ধৃতদের কাছ থেকে উদ্ধার ভিপিএন মেশিন, ৩টি ল্যাপটপ, মোবাইল ফোন। বিস্ফোরণের সময় জঙ্গিদের ব্যবহার করা জুতো মিলল দিঘার হোটেলে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram