RCB Parade: RCB IPL চ্যাম্পিয়ন হওয়ার পরে সেলিব্রেশন, পদপিষ্ট হয়ে মৃত্যু, আহত বহু | ABP Ananda Live

ABP Ananda Live: ১৭টা বছরের অপেক্ষার অবসান হয়েছে বলে কথা। ১৮ তম বছরে এসেছে সেই ম্যাজিক্যাল মুহূর্ত। তাই নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি RCB-র ফ্য়ানরা। বৃষ্টি মাথায় নিয়ে পছন্দের চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষায় তাই কোনও ঘাটতি রাখেননি তাঁরা। আবেগ এতটাই তীব্র রয়েছে তাঁদের মধ্যে যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্রিকেটারদের দেখতে কেউ উঠলেন গাছে, কেউ আবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পাঁচিলে উঠলেন। জয়ী দলকে সংবর্ধনা দেওয়ার জন্য স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই উপলক্ষে বহু ফ্যান চলে আসায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর জেরে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জখম অনেকে। ঘটনার পর পর একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, পদপিষ্টের জেরে যাঁরা আহত বা অচেতন হয়ে পড়েছেন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্চে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনন্দ-উদযাপনের এই অনুষ্ঠান দেখতে এসে অনেকেই মূর্ছা গেছেন। ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি বলে দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। ডিকে শিবকুমার বলেন, "অতিরিক্ত ভিড় হয়ে যাওয়াই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola