Bihar Election Result 2025: বিহার বিধানসভা ভোটের ফল আজ, কিন্তু বেশি ভোট পড়েছে কার পক্ষে?
ABP Ananda Live: SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। ফলে এই ভোটের ফলের দিকে নজর রয়েছে সকলের। বিহারে ভোট হয়েছে দুই দফায়। দুই দফাতেই ভোটদানের হার ছিল বেনজির। কিন্তু বেশি ভোট পড়েছে কার পক্ষে?
পদ না ছেড়ে দলত্যাগের উদাহরণ অনেক। তবে ব্যতিক্রমও আছেন। যেমন শোভন চট্টোপাধ্য়ায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও। তাঁরা সবাই কিন্তু বিধায়ক পদ ছেড়ে দলবদল করেছিলেন। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে বিধায়ক পদ হারালেন মুকুল রায়। এই রায়ে প্রশ্ন উঠে গেল সেই বিধায়কদের ভবিষ্য়ৎ নিয়ে, যাঁরা পদ না ছেড়ে, দল বদলেছেন। তবে এরাজ্য়ের রাজনীতিতে মুদ্রার একটা উল্টো দিকও অবশ্য় আছে। শোভনদেব চট্টোপাধ্য়ায় থেকে অজয় দে, শুভেনদু অধিকারী থেকে শোভন চট্টোপাধ্য়ায় বা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের মতো নেতারাও আছেন, যাঁরা দল ছাড়ার আগে পদের মোহ ছেড়ে, বিধায়ক বা মন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছেন।