Bihar Election : নরেন্দ্র মোদি এবং নীতীশ কুমারের পার্টনারশিপে বিহারে ডাবল সেঞ্চুরি করল NDA

Continues below advertisement

ABP Ananda LIVE : নরেন্দ্র মোদি এবং নীতীশ কুমারের পার্টনারশিপে বিহারে ডাবল সেঞ্চুরি করল NDA... বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে মসৃণ জোটের কারণে। নরেন্দ্র মোদি বিহারের একের পর এক সভা করলেও, বারবার নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী করার ইঙ্গিত দিয়েছেন। সেই অক্টোবর মাসেই বিহারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে NDA। যদিও, আজ ফল ঘোষণার পর নীতীশের দশমবার মুখ্য়মন্ত্রী হওয়া নিয়ে সামান্য় হলেও সংশয় তৈরি হয়েছে। জল্পনা আরও বাড়িয়ে, 'নীতীশ কুমার মুখ্য়মন্ত্রী ছিলেন, আছেন, থাকবেন' বলে পোস্ট করেও, তা মুছে দিয়েছে নীতীশের নিজের দল JDU...মোদি-নীতীশেই আস্থা রাখল বিহারবাসী। NDA-সাইক্লোনে একাই প্রায় একশোর কাছাকাছি বিজেপি। বিহারের মসনদে কি আবার নীতীশ কুমার? SIR-এর পর, প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। আর সেই ভোটে, NDA-র বাজিমাত। কংগ্রেস-সহ বিরোধীরা SIR-এর প্রভাবের কথা বললেও, বিহারে মোদি-নীতীশ সাইক্লোন কিন্তু অন্য ইঙ্গিত দিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola