Bihar Bridge Collapse: বিহারের আরারিয়ায় নদীতে ভেঙে পড়ল সেতু। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বিহারের আরারিয়ায় বাকরা নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bihar Under Construction Bridge Collapse)। ২০২০ সালে এই সেতুটিই ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল। চার জন মোটর সাইকেল-আরোহী-সহ মোট ১২ জন সেবার বাকরা নদীতে পড়ে গিয়েছিলেন। আরারিয়ার শিখটি ব্লক থেকে কুরসকট্টা ব্লক পর্যন্ত নির্মীয়মাণ ওই সেতুর কাজ ১২ কোটি টাকা ব্যয়ে পুনরায় চালু হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেতু নির্মাণে অনিয়ম হয়েছে। তারই জের এবারের ঘটনা। গত মার্চে, বিহারের ভেজা থেকে বকাউরের মধ্যে আরও একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল। সেই ধারায় সংযোজন আজকের ঘটনা। বিহারে সেতু ভেঙে পড়ার বড়সড় তালিকা রয়েছে। ভেজা থেকে বকাউয়ের মধ্যে নির্মীয়মাণ সেতুটির একাংশ ভেঙে পড়ে সে বার ১ জনের মৃত্যু হয়, জখম হন ৯ জন। ভাগলপুর এবং খাগারিয়া জেলায় যোগসূত্র তৈরির জন্য নির্মাণ হচ্ছিল সেতুটি। খরচ হওয়ার কথা ছিল আনুমানিক ১৯০০ কোটি টাকা। ২০১৪ সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেতুটির শিলান্যাস করেছিলেন। আদতে ঠিক হয়েছিল, ২০১৯ সালের মধ্যে সেতুর কাজ শেষ হয়ে যাবে। তার মধ্যে এই ঘটনা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram