Nitish Kumar: নীতীশকে 'গিরগিটি' কটাক্ষ জয়রাম রমেশের, 'আগেই জানতাম', প্রতিক্রিয়া মল্লিকার্জুন খাড়গের | ABP Ananda LIVE
নীতীশকে গিরগিটি, বিশ্বাসঘাতক বলে আক্রমণ জয়রাম রমেশের। 'জোট বদলে গিরগিটির সঙ্গে প্রতিযোগিতা করছেন নীতীশ। বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবে না। যাঁরা এই বিশ্বাসঘাতকদের নাচিয়েছেন, তাঁদেরও মানুষ ক্ষমা করবে না। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রী ও বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পেয়েছেন। সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এই নাটক করা হচ্ছে', সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। 'আগেই জানতাম নীতীশ থাকবেন না', প্রতিক্রিয়া মল্লিকার্জুন খাড়গের।