Bihar News : বিহারের গয়ায় রোড শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করবেন কর্মসূচিও। Narendra Modi

ABP Ananda LIVE :ভোটমুখী বিহারের মাটিতে দাঁড়িয়ে RJD-কে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। RJD তাদের শাসনকালে বিহারকে অন্ধকার, আইন-শৃঙ্খলাহীনতা ও পিছিয়েপডা সময়ে ঠেলে দিয়ে রাজ্যকে 'লণ্ঠনের যুগ' পৌঁছে দিয়েছিল বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে অপরাধের ব্যাকগ্রাউন্ড থাকা নেতাদের ভোটে লড়াই করা থেকে রুখতে প্রস্তাবিত বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, "জেল থেকে কেউ নির্দেশ দিতে পারবেন না।"

প্রধানমন্ত্রীর কথায়, "যদি কোনও সরকারি চাকুরিজীবী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তাহলে তিনি নিয়মমতো তাঁর চাকরি হারান। চালক হোক, ক্লার্ক বা পিওন। কিন্তু, একজন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীও জেলে থেকেও সরকারে থাকার সুবিধা ভোগ করেন...কিছু সময় আগে আমরা দেখেছি কীভাবে জেল থেকে ফাইল সই করা হয়েছে এবং কীভাবে জেল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি নেতাদের এ ধরনের প্রবণতা থাকে, তাহলে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব...এনডিএ সরকার দুর্নীতির বিরুদ্ধে আইন আনছে, যার আওতায় আসবেন প্রধানমন্ত্রীও।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola