Subodh Singh: ৭ বছর জেলে, অর্জুন সিংহের সঙ্গে কোনও সম্পর্ক নেই : সুবোধ সিংহ

Continues below advertisement

ABP Ananda LIVE: বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে অপরাধের 'প্যান্ডোরা বক্স' খুলতে চায় সিআইডি। পাটনার জেলে বসে কীভাবে বাংলায় অপারেশন সুবোধের? সুবোধের লিঙ্কম্যান কে? কে বা কারা বরাত দিত? জানতে চায় সিআইডি। রানিগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মণীশ শুক্লা খুন। বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ সুবোধের বিরুদ্ধে। 'বিহারের সমস্তিপুরে গঙ্গার চরে ডেরা ছিল সুবোধের'। 'বিহার থেকে বাংলা, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব....দেশজুড়ে ছড়িয়ে সুবোধের নেটওয়ার্ক'। 'সম্প্রতি রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও সুবোধের-যোগ'। ধৃত সোনু সিংহকে জেরায় সুবোধের যোগসূত্র মেলে, সিআইডি সূত্রে দাবি । বিটি রোড গুলিকাণ্ডের পর ব্যবসায়ীকে ফোনে হুমকির অভিযোগ সুবোধের বিরুদ্ধে। সুবোধের কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram