Bikash Ranjan Bhattacharya: 'মোদি জানেন এর উত্তর দিলেই পাল্টা প্রশ্ন আসবে...', আক্রমণ বিকাশরঞ্জনের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আমেরিকায় এবার আদানিকে নিয়ে প্রশ্নের মুখে মোদি । ব্যক্তিগত বিষয় বলে আদানি-প্রশ্ন এড়ালেন প্রধানমন্ত্রী । আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে?'ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক শেষে প্রশ্নের মুখে নরেন্দ্র মোদি । 'এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে ২ দেশের রাষ্ট্রনেতারা আলোচনা করেন না' । এমনই এনিয়ে কথাও বলেন না, আদানি-প্রশ্নে জবাব প্রধানমন্ত্রীর 

শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব

শান্তিপুর-কাণ্ডে ক্ষুব্ধ সরকার, আজকের মধ্যেই রিপোর্ট তলব । আজকের মধ্যেই CMOH-এর রিপোর্ট তলব স্বাস্থ্য সচিবের: সূত্র । 'যা ঘটেছে, তা ঠিক হয়নি, শোকজ করা হবে অভিযুক্তদের'ঠিক কী হয়েছে শান্তিপুর হাসপাতালে?  CMOH-এর রিপোর্ট তলব । অসুস্থ শিশু বমি করে ফেলার শাস্তি, পরিষ্কার করতে হল বাবাকে! । শান্তিপুর হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের চূড়ান্ত অবমানবিক আচরণ! । ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় 'শাস্তি' । শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল শিশুর বমি! । বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল । লিখিত অভিযোগ দায়ের, খতিয়ে দেখার  আশ্বাস হাসপাতাল সুপারের । 'হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই' । 'শিশুর বাবা নিজেই বমি পরিষ্কার করে দেবেন বলেছিলেন'
বিতর্কের মুখে দাবি অভিযুক্ত ডাক্তারের । সাফাই কর্মী নেই বলে অসুস্থ শিশুর বাবাকে দিয়েই সাফাইয়ের কাজ!

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram