Bikram Banerjee: 'সত্যিকারের সেগ্রেগিশন করতে পারলে যোগ্য প্রার্থীরা বাঁচবেন', মন্তব্য আইনজীবীর
Continues below advertisement
ABP Ananda LIVE: আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় (Bikram Banerjee)বলেন, 'স্কুল সার্ভিস কমিশন (SSC) কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চে বারবার সেগ্রেগিশন থেকে এড়িয়ে গিয়েছে। সত্যিকারের সেগ্রেগিশন করতে পারলে যোগ্য প্রার্থীরা বাঁচবেন।' কিন্তু এই সেগ্রেগিশন মুখে বললে হবে না, সম্পূর্ণ তথ্য রাখতে হবে সামনে। কীভাবে? আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় (Bikram Banerjee)উদাহরণ নিয়ে বললেন, 'ধরুন ২৫০০০ প্রার্থীর মধ্যে ১৭৫০০ জন যোগ্য। তঁদের নাম, রোল নম্বর, ক্যাটেগরি, বিষয় ভিত্তিক ক্যাটেগরি, মেল না কি ফিমেল-- এই পুরো বিষয়টি ভেঙে ভেঙে দেখাতে হবে। দেখাতে হবে যে এই প্রার্থীদের নিয়ে কোনও অভিযোগ এসে পৌঁছয়নি। এমন অনেক প্রার্থী রয়েছেন। তাঁদের কথা আদালত চিন্তাভাবনা করে দেখবেন। আজ প্রধান বিচারপতির কথাবার্তা শুনে, সওয়াল শুনে মনে হয়েছে।'
Continues below advertisement