'বিমানবন্দরে খুব ভয় করছিল', লন্ডনে কী পরিস্থিতিতে পড়েছিলেন বিশ্বনাথ?
Continues below advertisement
পথ দেখিয়েছিল বলিউড, সে পথে হাঁটছে টলিউডও। লন্ডনে শুটিং অসমাপ্ত রেখেই জিৎ-মিমির সঙ্গে বুধবার দেশে ফিরলেন অভিনেতা বিশ্বনাথ বসু। বিমানবন্দরে নামার পর বিশ্বনাথ জানিয়েছেন, লন্ডনে পরিস্থিতি এখনও হাতের বাইরে যায়নি। মাস্ক পরে ঘুরছেন না কেউ। তবে সতর্ক থাকার জন্যই তাঁরা শুটিং বাতিল করে দেশে ফিরেছেন। তাঁর কথায়, হিথ্রো বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড় রয়েছে ফেরার। এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করাই একমাত্র কাজ বলে জানিয়েছেন বিশ্বনাথ।
Continues below advertisement
Tags :
Tollywood Shooting Closed Down Biswanath Basu Returns To Kolkata Jeet Returns To Kolkata Mimi Returns To Kolkata Shooting Cancelled Coronavirus In Kolkata Jeet Biswanath Basu Mimi Chakraborty England Tollywood Abp Ananda Covid-19