Nadia News: তৃণমূলকে দূরে রাখতে ফের রাম-বাম একসঙ্গে

Continues below advertisement

তৃণমূলকে দূরে রাখতে ফের রাম-বাম একসঙ্গে। এবার নদিয়ার দত্তপুলিয়ায়। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে গত ১০ তারিখ ছিল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন। ৩০ আসন বিশিষ্ট দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে এবারের নির্বাচনে ১৪ টি আসনে জয় লাভ করে তৃণমূল ১৪ টি আসনে বিজেপি এবং ২টি আসনে জয়ী হয় সিপিএম, গত ৯ আগস্ট প্রথম দিনের ভোটাভুটিতে দুই সিপিএম প্রার্থী একজন-একজন করে বিজেপি ও তৃণমূলকে সমর্থন জানান। দুপক্ষের সংখ্য়া সমান হয়ে যাওয়ায়, পুনরায় শুরু হয় ভোটাভুটি প্রক্রিয়া। সেদিন প্রার্থীদের ভোটাভুটির সময় হাতে লেখা স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পঞ্চায়েত অফিসের বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্য়পক সংঘর্ষ হয়।বুধবার ছিল নতুন করে পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন। এদিন বিজেপিকে সমর্থন করেন ২ সিপিএম প্রার্থী। তারফলে বিজেপির সংখ্য়া বেড়ে হয় ১৬, সিপিএমের সমর্থনে দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। আরও এক পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে বিতর্ক তুঙ্গে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram