কোয়ারেন্টিন সেন্টারে থাকা খাওয়ার সুবন্দোবস্ত, একাকিত্ব কাটাতে নাচ গানের আয়োজন দিলীপের
Continues below advertisement
মডেল কোয়ারেন্টিন সেন্টার তৈরি করছে বিজেপি। খড়্গপুরে অর্জুনপুর উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শনে গিয়ে দাবি দিলীপ ঘোষের। তাঁর দাবি, এটাই মডেল কোয়ারেন্টিন সেন্টার, যেখানে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে মূলত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন। পরিযায়ী শ্রমিকরা জানালেন, যে তাঁদের খাওয়া দাওয়ার কোনও অসুবিধা নেই। তাঁরা ভালো আছেন। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, বাংলার সরকার ঠিক মতো করোনা পরীক্ষা করছে না।
Continues below advertisement
Tags :
Model Quarantine Center Quarantine Center Migrant Workers Abp Ananda Kharagpur Covid-19 BJP Dilip Ghosh