Meena Devi: অযোধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে বিজেপি নেত্রী মীনাদেবী

অযোধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিজেপির নেত্রী মীনাদেবী পুরোহিত (BJP leader Meena Devi Purohit in Ayodhya)। সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Temple Inauguration)। তার আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নব নির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola