Sukanta Majumdar: 'তৃণমূলের জন্য 'অপারেশন ইঁদুর'-ই যথেষ্ট', কটাক্ষ সুকান্তর

ABP Ananda LIVE: 'তৃণমূলের জন্য 'অপারেশন ইঁদুর'-ই যথেষ্ট', কটাক্ষ সুকান্তর। 

 


কাকদ্বীপের ভোটার ওপার বাংলার ছাত্র আন্দোলনের নেতা? শাসক-বিরোধী তরজা তুঙ্গে

বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ । বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস । বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল । নিউটন দাস বাংলাদেশেরও ভোটার, স্বীকার নিউটনের দাদার। কিছুদিন আগেও কাকদ্বীপের সুভাষনগরে থাকতেন নিউটন, দাবি দাদার । কাকদ্বীপের মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের । নিউটন কাকদ্বীপের TMCP কর্মী, দাবি বিরোধীদের । অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী ছিলেন, অভিযোগ বিরোধীদের। স্থানীয় TMCP নেতা দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ঘিরে বিতর্ক । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola