Ananda Sokal: কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, এখনও অনড় নিশিকান্ত দুবে। ABP Ananda Live
ABP Ananda Live: এবার বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি! 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার । বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে সংসদে দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের । ৫ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত দুবের। বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের সওয়াল । 'কেন্দ্র শাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না' । জনবিন্যাস নিয়ে সংসদে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের। বাংলা-বিহারের ৫ জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চলের ঘোষণার নিশিকান্তের দাবি ঘিরে তোলপাড়। পাশে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। সুকান্ত থেকে নিশিকান্ত। বাংলা-ভাগের চক্রান্তের অভিযোগে সুর চড়ালেন মমতা। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের । ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জনের নিয়োগ বেআইনি, দাবি কেন্দ্রীয় এজেন্সির । সবথেকে বেশি বেআইনি নিয়োগ দঃ দমদম পুরসভায়, উল্লেখ সিবিআই চার্জশিটে । দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে ৩২৯ জনের নিয়োগ, দাবি সিবিআইয়েরকামারহাটি: ৩০৩, বরানগর: ২৭৬, টিটাগড়: ২২১ জনের নিয়োগ বেআইনি: সিবিআই । কৃষ্ণনগর পুরসভায় ২০০, রানাঘাট: ১০১জনের বেআইনি নিয়োগ: সিবিআই চার্জশিট । কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভাতেও বেআইনি চাকরির অভিযোগ।