Bangladesh News: 'বেশি লাফালাফি করবেন না', বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Continues below advertisement

Bangladesh: পাকিস্তানের রাজাকারদের মতো হাল হবে', কাঁথির সভা থেকে বাংলাদেশকে তুমুল আক্রমণ শুভেন্দুর। উত্তাল বাংলাদেশ, চলছে হিন্দুদের উপর নির্যাতন, চার নেই অন্যান্য সংখ্যালঘুদের। আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলাদেশের হিন্দুদের। এরই প্রতিবাদে এবার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের। 'ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। নাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে', বিজ্ঞপ্তিতে উল্লেখ। 'মৌলবাদীরা বাংলাদেশে কোন সংখ্যালঘুদের থাকতে দেবে না', বলছেন অম্বিকানন্দ মহারাজ। 

 

ভোররাতে রোগীর তাণ্ডবে হাসপাতালে হুলস্থুল । আচমকা স্যালাইনে স্ট্যান্ড খুলে ওয়ার্ড জুড়ে তাণ্ডব রোগীর! । এসএসকেএম-এর পিজি পলিক্লিনিকের ঘটনা । লিভারের অসুখে ভুগছিলেন রোগী, আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল । 'ভোররাতে বাড়ি যাওয়ার জন্য তাণ্ডব শুরু' । 'প্রথমে অন্য রোগী ও তাঁদের পরিজনদের মারধর' । পরে স্যালাইন স্ট্যান্ড দিয়ে নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ । স্বাস্থ্যকর্মীরা কোনওক্রমে নিরস্ত্র করেন উন্মত্ত রোগীকে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram