ABP News

Narendra Modi : 'আজ আমাদের সংস্কৃতি, ঐতিহ্যের উদযাপন হচ্ছে', মহাকুম্ভ নিয়ে ধন্যবাদজ্ঞাপন মোদির

Continues below advertisement

ABP Ananda LIVE : 'যারা আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল, মহাকুম্ভ তাদের জবাব দিয়ে দিয়েছে'। 'আমাদের দেশে ইতিহাসে এমন মুহূর্ত এসেছে, যা দেশকে নতুন দিশা দিয়েছে'। 'দেড় মাস ধরে মহাকুম্ভকে ঘিরে উৎসাহ দেখেছি এদেশে'। 'কোটি কোটি ভক্ত শ্রদ্ধা নিয়ে মহাকুম্ভে হাজির হয়েছিলেন'। 'আজ আমাদের সংস্কৃতি, ঐতিহ্যের উদযাপন হচ্ছে'। 'মহাকুম্ভের এমন আয়োজন হয়েছে, যেখানে দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষ একত্রিত হয়েছেন'। 'অহঙ্কার ছেড়ে বেরিয়ে এসে মানুষ একত্রিত হয়েছেন'। 'যখন ভিন্ন ভাষাভাষির মানুষ একত্রিত হন, তখন একতা বাড়ে'। 'মহাকুম্ভে ছোট-বড় ভেদাভেদ করা হয়নি'। 'বহুত্বের মধ্যে একতাই ভারতের বিশেষত্ব'। 'মহাকুম্ভ আমাদের অনেক প্রেরণা দিয়েছে'। 'নদীর রক্ষা, জলের গুরুত্ব মানুষকে বোঝানোই আমাদের উদ্দেশ্য। সংসদে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদে তুমুল হট্টগোল। সংসদে মহাকুম্ভ নিয়ে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'মহাকুম্ভকে সফল বানানোর জন্য সকলকে কোটি কোটি ধন্যবাদ। মহাকুম্ভের সফলতার পিছনে অনেকের যোগদান রয়েছে। কারও একার প্রয়াসে সম্ভব নয়', আর কী বললেন প্রধানমন্ত্রী ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram