Amit Shah: মহারাষ্ট্রে অমিত শাহের কপ্টারে তল্লাশি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: মহারাষ্ট্রে অমিত শাহের কপ্টারে তল্লাশি। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 'হিঙ্গোলিতে প্রচারের সময় আমার কপ্টারে তল্লাশি চালিয়েছে কমিশন'। 'অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য কমিশনের নির্দেশিকা মেনে চলা উচিত'। কপ্টারে তল্লাশির পর পোস্ট অমিত শাহের। 

 

ফের শালিমারে পার্কিং ফি নিয়ে দাদাগিরি, আক্রান্ত মুম্বইয়ের ব্যবসায়ী। পার্কিং ফি এর নামে মোটা টাকা আদায়ের অভিযোগ। টাকা দিতে না চাওয়ায় মুম্বইয়ের ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ব্যবসায়ীর ছেলেকেও বেধড়ক মারধরের অভিযোগ। 

 

দলের একাংশের সমালোচনার পাশাপাশি, এবার 'শক্তিশালী বিরোধী'র প্রয়োজনীয়তার কথা শোনা গেল মদন মিত্রের গলায়। বললেন, "জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক বিরোধী থাকত, চাপে পড়ে এমনিতেই সমস্ত বদমায়েশগুলো ঠিক হয়ে যেত। বিরোধী থাকলে আমাদের সতর্ক থাকতে হয়। " পাশাপাশি, কার্যত একই সুরে, বিরোধীদের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন আরেক তৃণমূল বিধায়ক, ভরতপুরের হুমায়ুন কবীরও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram