Suvendu on Kashmir : ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন..এই ধর্মযুদ্ধে জেহাদিরা পরাস্ত হবে: শুভেন্দু

ABP Ananda LIVE : কাশ্মীরের বৈসরণে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিনদুু পর্যটকদের খুন। পুলওয়ামার ৬ বছর পর ফের ভয়াবহ নাশকতা সাক্ষী ভূস্বর্গ। ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন..এই ধর্মযুদ্ধে হিন্দুরা জয়ী হবে, জেহাদিরা পরাস্ত হবে: শুভেন্দু

 

Kashmir News Update: জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাড়ি গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটক বিতান অধিকারীর। নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান কাজ করতেন ফ্লোরিডায় তথ্যপ্রযুক্তি সংস্থায়। ৮ মার্চ দেশে ফেরেন। তারপর স্ত্রী ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন বিতান। গতকাল দুপুর আড়াইটে নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্য়ু হয় বাঙালি পর্যটকের। নিহতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সদস্যের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। রাতে বিতান অধিকারীর বাড়িতে যান বিজেপি নেতা সজল ঘোষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola