Rahul Gandhi: 'বিজেপি সংবিধান ধ্বংস করতে চাইছে', মন্তব্য রাহুল গাঁধীর। ABP Ananda Live

Continues below advertisement

Kejriwal Arrest Protest: কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে (Kejriwal Arrest Protest) এককাট্টা ইন্ডিয়া জোট। দিল্লির (Delhi) রামলীলা ময়দানে একমঞ্চে সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা-ইয়েচুরি-ডেরেক। ভোটে জিততে ম্যাচ ফিক্সিং, বিজেপিকে আক্রমণ রাহুল গাঁধীর। 'গরিব মানুষের অর্থ চলে যাচ্ছে ৫-৬ জন শিল্পপতির হাতে'। '১ শতাংশ মানুষের কাছে দেশের প্রায় সব সম্পদ চলে গেছে'। 'বিজেপির সঙ্গে কয়েকজন শিল্পপতির আঁতাঁত রয়েছে'। 'বিজেপি সংবিধান ধ্বংস করতে চাইছে'। 'দেশ, সংবিধান ও গরিব মানুষের অধিকার রক্ষার জন্য এবারের ভোট'। 'নির্বাচন কমিশনারদের নরেন্দ্র মোদি নিয়োগ করেছেন'। 'ভোটের ঠিক আগেই ২ জন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়েছেন মোদি'। 'কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছেন ঠিক ভোটের আগেই'। 'ম্যাচ ফিক্সিং করে ক্ষমতায় থাকতে চাইছেন নরেন্দ্র মোদি'। 'এই ম্যাচ ফিক্সিং ভোট বিজেপি জিতলে সংবিধান বদলে দেবে'। 'তারপরই গোটা দেশে আগুন জ্বলবে'। মন্তব্য রাহুল গাঁধীর। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram