Black Fungus Epidemic: মহামারী আইনের অধীনে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের তথ্য রাজ্যগুলিকে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
Continues below advertisement
বিভিন্ন রাজ্য থেকে ব্ল্যাক ফাঙ্গাস (Blace Fungus) সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। রাজস্থান (Rajasthan), মহারাষ্ট্র (Maharastra), তেলেঙ্গনা (Telangana), পশ্চিমবঙ্গেও (West Bengal) এই সংক্রমণের হদিশ মিলেছে। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসাবে ঘোষণা করেছে তেলেঙ্গনা সরকার। আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রমণের বিষয়ে সব রাজ্যগুলিকে চিটি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মহামারী আইনের অধীনে এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের বিষয়ে তথ্য দিতে হবে রাজ্যগুলিকে। সংক্রমণের সংখ্যা, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রককে তথ্য পাঠাতে হবে। পাশাপাশি, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ চিহ্নিত হলেই করতে হবে রিপোর্ট।
Continues below advertisement
Tags :
Coronavirus Coronavirus In India ABP Ananda National News COVID19 Ministry Of Health Corona Cases ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla India Coronavirus Cases Coronavirus Cases India Corona Cases Black Fungus Covid19 Update Covid19 India Update Covid19 Epidemic Law