Sheikh Hasina: 'বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই', আক্রমণ শেখ হাসিনার | ABP Ananda Live

ABP Ananda Live: 'বাংলাদেশে কোনও গণতন্ত্র নেই'। 'বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই'। 'মানুষের সামনে শান্তি-নিরাপত্তা বলে কিছু নেই'। 'সংবিধান লঙ্ঘন করে ডঃ ইউনূস অবৈধভাবে ক্ষমতায় আসার পর খুন বেড়ে গেছে'। 'জেল থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি , যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দেওয়া হয়েছে'। 'বাংলাদেশে এখন জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে'। 'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনমত কায়েম করতে হবে'। বাংলাদেশের জনগণের উদ্দেশে বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র তল্লাশি। মোট ৪টি জায়গায় ED-র তল্লাশি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি। ED-র গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবনকৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা বিধায়কের, ধরে ফেললেন ED আধিকারিকরা।
জীবনকৃষ্ণ সাহার আত্মীয়, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED-র হানা। তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা, খবর ED-র। বাড়ির আশপাশ তল্লাশি করে ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের ২টি ফোন। এর আগেও বাড়িতে CBI তল্লাশির সময় নিজের ২টি ফোন, পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে।
এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা।২০২৩-এর ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক । এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সাহা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola