তপসিয়াতে ঘর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ, তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা

Continues below advertisement
তপসিয়াতে ঘর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ| মাথায় আঘাতের চিহ্ন| বাড়ির সদর দরজার তালা ভাঙা ছিল বলে অভিযোগ| পরিবারের দাবি গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ শেষবার তাঁকে দেখা যায়| এরপর আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বছর ৩০-এর ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়| কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ| তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram