Shah Rukh Khan: আব্রামকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে বলিউড বাদশা | ABP Ananda LIVE
গণেশ চতুর্থীতেই সপরিবার আম্বানির বাড়িতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আর এবার ছোট্ট আব্রামকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের লালবাগচা রাজার কাছে আশীর্বাদ নিতে দেখা গেল কিং খানকে। সেই মুহূর্তের ছবিই ফ্রেমবন্দি হল পাপারাজিৎদের।সাদা পোশাকে দেখা মিলল শাহরুখের। অন্য়দিকে ছোট্ট আব্রাম পরেছিলেন লাল পাঞ্জাবী।