ভাঙড়ে বোমাবাজি, গুরুতর আহত যুব তৃণমূল নেতা-সহ ৭ জন
দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে বোমাবাজি, গুরুতর আহত ভাঙ্গড় ১এ ব্লকের যুব তৃণমূল সভাপতি সহ ৭ জন। আহত তৃণমূল নেতা ভর্তি বাইপাসের সরকারি হাসপাতালে, তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনা টি ঘটে ঘোটকপুকুর গোবিন্দপুরে। প্রত্যেকেই এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশকে বলা হয়েছে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে।
Tags :
Gobindapur Ghatakpukur Bombing In Bhangar Bombing In Ghatakpukur TMC Leader Injured Bhangar Abp Ananda