Boris Johnson: মোদির রাজ্য দিয়ে ভারত সফর শুরু বরিস জনসনের, কাল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।Bangla News

Continues below advertisement

মোদির (Narendra Modi) রাজ্য দিয়ে ভারত সফর শুরু করলেন বরিস জনসন (Boris Johnson )। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। আজ সকালে আমদাবাদে পৌঁছন বরিস জনসন। এই প্রথম গুজরাতে এলেন কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনে অর্থনীতিকে চাঙ্গা করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্যনীতি বাস্তবায়িত করতে চায় ব্রিটেন। আগামীকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ২০৩০-এর মধ্যে ভারত-ব্রিটেন বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহী বলে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram