BSF Issue Discuss: আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে থাকবেন না ডিএম-রা: সূত্র | Bangla News
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে থাকবেন না ডিএম-রা (DM) বলে নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে। বিএসএফ নিয়ে বৈঠকের জন্য রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুখ্য়সচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি ও এসপিদের সঙ্গে বৈঠক। আলোচনা হবে বিএসএফ-এর (BSF) কাজে পরিসর বৃদ্ধি নিয়ে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সীমান্তের ৫০ কিমি পর্যন্ত এলাকায় তল্লাশি, গ্রেফতারের অধিকার। বিএসএফ-এর কাজে পরিসর বৃদ্ধিতে আপত্তি রাজ্য় সরকারের। আলোচনায় উঠতে পারে রাজ্য়ের আপত্তির বিষয়।
পশ্চিমবঙ্গ, আসাম, পাঞ্জাবে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি কেন্দ্রের। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাস। "পাঞ্জাবকে রক্ষায় বদ্ধপরিকর, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।" জানালেন পাঞ্জাবের মুখ্য়মন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। "আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার। ৫০ কিলোমিটার ভিতর অবধি এলাকায় তল্লাশি, গ্রেফতার করতে পারবে বিএসএফ।" নির্দেশিকা জারি করে অমিত শাহের (Amit Shah) নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাস পাঞ্জাবের।