Buddhadeb Bhattyacharya: বুদ্ধদেব ভট্টাচার্যর বাঁদিকের ফুসফুসে সংক্রমণ খুব বেশি
Continues below advertisement
গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। অবস্থা সঙ্কটজনক। বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাখা হয়েছে ফুল ইনভেসিভ ভেন্টিলেশনে।
৪দিন ধরে জ্বর। ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় উডল্যান্ডসে ভর্তি। বাড়িতে অ্যামবুল্যান্স পাঠিয়ে আনা হল গ্রিন করিডরে।
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডসে গেলেন রাজ্যপাল। গেলেন বিজেপির রাজ্য সভাপতি-ও। আরোগ্য কামনা কুণালের।
বাঁদিকের ফুসফুসে বেশি সংক্রমণ। সংক্রমণ ডান ফুসফুসেও। করা হল নেবুলাইজেশন।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live WestBengal ABP Ananda Bengali News BuddhadebBhattyacharya Ventilation EXCM