Budget 2024: বাজেট নিয়ে তীব্র অসন্তোষ বিরোধীদের, সংসদের বাইরে বিক্ষোভ। ABP Ananda Live

Continues below advertisement

Parliament Session: বাজেটে বৈষম্যের অভিযোগ, মোদি সরকারকে আক্রমণে অভিষেক । শরিকদের তুষ্ট করতে বাজেট মোদি সরকারের, আক্রমণে অভিষেক । 'দেশবাসীর সঙ্গে প্রতারণা তোষণের রাজনীতি আর চলবে না'। 'তৃতীয়বার মোদি সরকার, দেশ হারাল শিক্ষার অধিকার' । 'আচ্ছে দিন, সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে ক্ষমতায় এসেছিল বিজেপি''বাস্তব ছবিটা ঠিক উল্টো, বেকারত্ব থেকে বঞ্চনা, এটাই মোদি সরকারের গ্য়ারান্টি' 'এখন বিজেপির নীতি জো হামারা সাথ, হাম উনকা সাথ'শুভেন্দু মন্তব্য টেনে লোকসভায় বিজেপিকে নিশানা অভিষেকের। বাজেট নিয়ে তীব্র অসন্তোষ বিরোধীদের, সংসদের বাইরে বিক্ষোভ। '২০১৪ ক্ষমতায় আসার আগে বিজেপি আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল। এই বিজেপি প্রতারণা করেছে মানুষের সঙ্গে, কৃষকদের সঙ্গে। মূল্যবৃদ্ধি। একটা ভেজ থালির দাম ৮ শতাংশ বেড়েছে। এপ্রিল ২০২৪- ৪৩শতাংশ দাম বেড়েছে পেঁয়াজের। আমার কিন্তু প্রচুর ধৈর্য্য।  গ্য়াসের দাম বৃদ্ধি। ৬৩% শতাংশের বেশি মানুষ দিনে ৮৩০ টাকার কম রোজগার করে। উত্তরপ্রদেশ সর্বোচ্চ পরিমাণ দলিতদের উপর হিংসা।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram