Budget 2025: শুধু বাজেট নয়, শাড়িতেও চমক লাগালেন নির্মলা

Nirmala Sitharaman: প্রতিবার বাজেট পেশের দিন শাড়িতে নজর কাড়েন নির্মলা সীতারমণ। এবারও তার ব্যতিক্রম হল না। তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা গেল অফ হোয়াইট রঙের হ্যান্ডলুম সিল্কের ওপর মধুবনী প্রিন্টের কাজ করা শাড়িতে। আট বছরে আট রকম শাড়ি। একটানা আটবার বাজেট পেশের রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। প্রতিবারের মতো এবারও নজর কাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট-স্পেশাল শাড়ি। এবার নির্মলার পরনে ছিল সোনালি পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি, যার গায়ে মধুবনী প্রিন্টে আঁকা মাছের নকশা। সঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ লাল ব্লাউজ, সাদা শাল। বিহারের মিথিলা অঞ্চলের মধুবনী চিত্রকলার বৈশিষ্ট্য হল রঙের উজ্জ্বলতা আর প্রতীকী কারুকাজ।  নির্মলার জন্য বিশেষভাবে এই শাড়ি তৈরি করেছেন পদ্মশ্রী দুলারি দেবী। এ বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। বিজেপির সামনে চ্য়ালেঞ্জ ক্ষমতা ধরে রাখার। তার আগে বাজেটে নির্মলা পরণে বিহারের মধুবনি আর্ট প্রিন্টের শাড়ি। ABP Ananda live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola