মহামারী আইনে বাস তুলে চালানোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর! 'চাপ দিলে আইনি পদক্ষেপ', পাল্টা বাস মালিক সংগঠন

কাল পর্যন্ত 'ডেডলাইন' মুখ্যমন্ত্রীর, ভাড়া না বাড়ালে আইনি পথ, পাল্টা বাস মালিক সংগঠন| বুধবার রাস্তায় না নামলে, বৃহস্পতিবার বেসরকারি বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চালক দিয়ে চালাবে রাজ্য সরকারই। মঙ্গলবার, নবান্নে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কাল পর্যন্ত লক্ষ্য রাখব, পরশু থেকে পদক্ষেপ নেব। মমতা বলেন, ‘১৫ হাজার টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছিল। আশা করি বিবৃতি নয়, যেটা কথা দিয়েছিলেন, তা রাখবেন আশা করি। মানুষের স্বার্থে কখনও কখনও কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিজেলের দাম বেড়েছে, একে সমর্থনও করছি না। ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া বাড়লে, দাম কমলে ভাড়াও কমা উচিত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola