Buxa: 'কড়া নজরদারির মধ্যে না রাখলে বাঘটি যেখান থেকে এসেছে ফিরে যাবে',জানালেন ব্যাঘ্র বিশেষজ্ঞ। Bangla News
Continues below advertisement
২৩ বছর পরে আলিপুরদুয়ারে বক্সার জঙ্গলে বাঘ। রয়্যাল বেঙ্গল বলে অনুমান বনকর্তাদের। এরপরই সতর্কতা জারি করেছে বন দফতর। পাশাপাশি, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিট অফিসার, বন কর্মীদের পাঠানো হয়েছে বক্সায়। বাঘের সন্ধান পেতে চলছে কড়া নজরদারি। মঙ্গলবার কলকাতা থেকে যাচ্ছে বন দফতরের আরও একটি দল। এই বিষয়ে ব্যাঘ্র বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায়চৌধুরি বলেন, 'চোরা শিকারিদের আনাগোনা আছে বক্সাতে। বাঘটি অন্য কোনও জঙ্গল থেকে ফিরে যেতে পারে। এতদিন পরে বাঘ দেখা গিয়েছে আমরা সকলে খুবই খুশি। কড়া নজরদারির মধ্যে বাঘটিকে রাখতে হবে।'
Continues below advertisement
Tags :
ABP Ananda Tiger Royal Bengal Tiger Alipurduar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Buxa