'আরও একজন কাছের মানুষকে কেড়ে নিল ধ্বংসের বছরটা', 'মনুকাকু'কে হারিয়ে বিহ্বল ঋতুপর্ণা
Continues below advertisement
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। মর্জিনা আবদুল্লা, মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথের মতো একাধিক চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, আরও একজন প্রিয় মানুষ মনু আঙ্কেলকে কেড়ে নিল ধ্বংসের বছরটা। জানি না এর শেষ কোথায়। পেশাদারি সম্পর্ক ছাড়াও পারিবারিক সম্পর্কও ছিল ওঁনার সঙ্গে।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। মর্জিনা আবদুল্লা, মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথের মতো একাধিক চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মনু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, আরও একজন প্রিয় মানুষ মনু আঙ্কেলকে কেড়ে নিল ধ্বংসের বছরটা। জানি না এর শেষ কোথায়। পেশাদারি সম্পর্ক ছাড়াও পারিবারিক সম্পর্কও ছিল ওঁনার সঙ্গে।
Continues below advertisement
Tags :
Veteran Bengali Actor Manu Mukherjee Actor Manu Mukherjee Bengali Actor Manu Mukherjee Manu Mukherjee ABP Ananda LIVE Abp Ananda