একসাথে কুস্তি শিখেছি, তাপস পালের প্রয়াণে শোকবিহ্বল অভিনেতা শঙ্কর চক্রবর্তী
কলকাতা এসে পৌঁছলো তাপস পালের নশ্বর দেহ। আর্টিস্ট ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত প্রয়াত অভিনেতার স্মৃতিচারণে আর্টিস্ট ফোরামেরই নতুন কার্যকরী সভাপতি সংকর চক্রবর্তী, বললেন, "ভালো লাগছেনা"।
শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে সকাল গাটা থেকে ১টা পর্যন্ত। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।
শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে সকাল গাটা থেকে ১টা পর্যন্ত। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।
Tags :
Artist Forum Sankar Chakraborty Actor Tapas Pal Tmc Mla Tapas Pal Tapas Pal News Tapas Pal Died Tapas Pal Tollywood