অভিনব কৌশলে ব্যাঙ্ক প্রতারণা, সঙ্গীতশিল্পীর অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ৬৪ হাজার টাকা

Continues below advertisement
অভিনব কৌশলে ব্যাঙ্ক প্রতারণা। পেটিএম অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার ভয় দেখিয়ে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পীর কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগকারী শান্তনু ভট্টাচার্যর দাবি, ২ জানুয়ারি তাঁর মোবাইলে এসএমএস আসে। মেসেজে দেওয়া মোবাইল নম্বরে ফোন করে তিনি জানতে পারেন, ব্যক্তিগত তথ্য না দিলে তাঁর পেটিএম অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হবে। অভিযোগ, ফোনে ওই ব্যক্তি একটি অ্যাপ ডাউনলোড করতে বলে। ওই অ্যাপের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউবিআইয়ের ডেবিট কার্ড ব্যবহার করে ১০ টাকা ও বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিসের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ টাকা জমা দেন ওই সঙ্গীত শিল্পী। এরপরই তাঁর দুটি অ্যাকাউন্ট থেকে মোট ৬৩ হাজার ৫২৮ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram