উমপুন: হাজরা মোড়ে গাড়ির ওপর গাছ, বিপর্যস্ত যান চলাচল
Continues below advertisement
উমপুনের দাপটে হাজরা মোড়ে পর পর গাছ ভেঙে পড়েছে। একটি চলন্ত গাড়ির উপরেও গতকাল গাছ ভেঙে পড়ে। এই মুহূর্তে কার্যত অসম্ভব যান চলাচল। আশেপাশের গলি দিয়ে যাতায়াতের চেষ্টা করছে মানুষ। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
Continues below advertisement
Tags :
Andaman Sea Alipore Weather Office Update Amphan In Bengal Hazra Road Rain In Kolkata Kolkata Municipality ABP Live Depression Weather Storm Abp Ananda Amphan Cyclone Update