ঘূর্ণিঝড় উমপুন: বিপজ্জনক টালাপার্কের পরিস্থিতি, জলমগ্ন এলাকায় ভাঙল ল্যাম্পপোস্ট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Continues below advertisement
বিপজ্জনক টালাপার্কের পরিস্থিতি, জলমগ্ন এলাকায় ভাঙল ল্যাম্পপোস্ট, বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এলাকায়| ঘূর্ণিঝড় উমপুনের ধ্বংসলীলার ছাপ এখনও ছড়িয়ে কলকাতাজুড়ে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে গিয়েছে গাছ। এখনও তা রাস্তাজুড়ে পড়ে রয়েছে। কোথাও গাছের ভারে ছিঁড়েছে বিদ্যুতের তার। কোথাও উপড়ে গিয়েছে লাইটপোস্ট বা সিগনাল পোস্ট। আর তার জেরে আটকে গিয়েছে রাস্তা। কোনও রাস্তায় আবার এখনও জল দাঁড়িয়ে রয়েছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না। সব মিলিয়ে ঘূর্ণিঝড় উমপুনের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কলকাতা। বুধবার দুপুর থেকে কলকাতায় শুরু হয় উমপুনের তাণ্ডবলীলা। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই কলকাতায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার পেরিয়ে যায়। সন্ধেবেলায় তা বাড়তে বাড়তে পৌঁছোয় ঘণ্টায় ১৩৩ কিলোমিটারে। সঙ্গে মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে তছনছ হয়ে যায় গোটা শহর। বৃহস্পতিবার সকালেও সেই ধ্বংসলীলার ছাপ ছড়িয়ে রয়েছে কলকাতাজুড়ে।
Continues below advertisement
Tags :
Kolkata Cyclone Effects West Bengal Amphan Effects Tala Park ABP Live Cyclone Amphan Effects Cyclone Amphan Devastation Amphan Devastation Abp Ananda