উমপুনের প্রভাবে বহু ল্যাবে পড়ে করোনা পরীক্ষার নমুনা
Continues below advertisement
ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর ৬ দিন কেটে গেলও স্বাভাবিক হয়নি কলকাতা। জায়গায় জায়গায় পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, গাছ। বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা না থাকায় সমস্যায় পরিষেবা। স্বাস্থ্য দফতরের সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠাতে অসুবিধা হয়েছে। ল্যাবগুলি জানাচ্ছে, নমুনা আনা গেলে বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আবার কিছু জায়গায় পরীক্ষা করা গেলেও ইন্টারনেট না থাকায় রিপোর্ট তৈরি করা যায়নি।
Continues below advertisement
Tags :
Corona Laboratory Coronavirus In World Coronavirus Cases In India Coronavirus Death Amphan Coronavirus Update India Abp Ananda Coronavirus Covid-19