বেসরকারি ল্যাবে কোভিড টেস্ট মানেই পজিটিভ রিপোর্ট কেন? সংশয় প্রকাশ কলকাতা পুরসভার
বেসরকারি ল্যাবে কোভিড টেস্ট মানেই পজিটিভ রিপোর্ট কেন? সংশয় প্রকাশ কলকাতা পুরসভার। রাজ্য সরকারকেও জানানো হয়েছে বিষয়টি। বললেন অতীন ঘোষ। আধুনিক সরঞ্জামেই নমুনা পরীক্ষা। ভুল রিপোর্ট আসার কথা নয়। মত চিকিৎসকদের একাংশের।
Tags :
ABP News Live Bengali COVID Test Atin Ghosh Private Labs ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda