'সত্যি কাজ করা অসুবিধা হচ্ছে', Rajib Banerjee-র পাশে দাঁড়িয়ে মন্তব্য় TMC নেত্রী Baishali Dalmiya-র

রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ইস্তফা প্রসঙ্গে তৃণমূল (TMC) নেত্রী বৈশালী ডালমিয়া বলেন, (Baishali Dalmiya) "রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্য়াগে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেল। সেটা শুধু দলের ক্ষতি নয়, সাধারণ মানুষের জন্যও ক্ষতি হল। এইরকম একজন দায়িত্ববান মন্ত্রী যে দল ছাড়লেন সেটা বিরাট চিন্তা ও দুঃখের বিষয়। সত্যি কাজ করা অসুবিধা হচ্ছে। প্রত্যেকে যেমন দলকে ভালবাসে তেমন নিজের আত্মমর্যাদাও রয়েছে। যাঁদের আত্মমর্যাদা রয়েছে তাঁরা কোনও সময় অপমান নিতে পারেন না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola