ভাইফোঁটা ২০২০: ব্যস্ততা ভুলিয়ে দিল ভাই-বোনের বন্ধন, দেখুন তিন মন্ত্রীর ভাইফোঁটার ছবি
আজ ভাইফোঁটা। ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু প্রার্থনার দিন। চেতলা অগ্রণী ক্লাবে বোনদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, নিজেদের বাড়িতে ফোঁটা নিলেন রাজ্যের অন্য দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।
Tags :
Bhatri Dwitiya Bhaiphonta 2020 Bhaiphonta Sovendeb Chatterjee ABP Ananda LIVE Subrata Mukherjee Firhad Hakim Abp Ananda Kolkata TMC